Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভ্যাকসিন নতুন কিছু নয়, বাংলাদেশের মানুষ এতে অভ্যস্ত’

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২১ ২০:১৯

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশের মানুষের কাছে ভ্যাকসিন নতুন কিছু নয়, এখানকার মানুষ ভ্যাকসিনকে ভয়ও পায় না। কারণ, আমাদের দেশের মানুষ ভ্যাকসিন নিতে অভ্যস্ত।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজধানী তেজগাঁওয়ে অবস্থিত জেলা ইপিআই’র স্টোরে ভ্যাকসিন রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘সারাদেশে ভ্যাকসিন বিতরণ করতে সময় লাগবে। আগামী সপ্তাহের মধ্যে সিরাম থেকে কেনা তিন কোটি ডোজের ৫০ লাখ চলে আসবে বলে আমরা আশা করছি। এরপর এই ৭০ লাখ ডোজ ভ্যাকসিন বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হবে। দেশের বিভিন্ন জায়গায় এই ভ্যাকসিন রাখার ব্যবস্থাপনা করা হয়েছে। সেখানে স্বাস্থ্য অধিদফতরের দলও চলে যাচ্ছে। ভ্যাকসিন প্রয়োগ বিষয়ে তাদের প্রশিক্ষণ শেষ হয়েছে। আমরা মোটামুটি প্রস্তুত, এখন কেবল সময়ের ব্যাপার।’

তিনি বলেন, ‘ভ্যাকসিন বিতরণ নিয়ে গঠিত জাতীয় পরিকল্পনা অনুযায়ী সব হবে। তবে ঢাকায় কিছু ট্রায়াল রান করা হবে। সেই ট্রায়ালের অপেক্ষায় আছি। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে আমরা ট্রায়ালের তারিখ জানাতে পারব।’

ট্রায়াল রান বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসক ও নার্সসহ সব শ্রেণি-পেশার মুক্তিযোদ্ধা, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিক সবাইকে নিয়ে এই ট্রায়াল করা হবে। যেহেতু ভ্যাকসিন চলে এসেছে, আমাদের চেষ্টা— যত তাড়াতাড়ি সম্ভব ট্রায়াল করে ফেলার। এরপর তাড়াতাড়ি ভ্যাকসিন দেওয়া শুরু করব।’

পৃথিবীর অনেক দেশে ভিআইপিরা আগে ভ্যাকসিন নিচ্ছে। পরবর্তীতে তারা সাধারণ মানুষকে টিকা নিতে উদ্বুদ্ধ করছেন এবং উৎসাহ দিচ্ছেন। আমাদের দেশে এরকম কিছু হবে কিনা?— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘যাদের প্রয়োজন আমরা চাই তাদের আগে ভ্যাকসিন দিতে। সেজন্য কারা আগে ভ্যাকসিন পাবে সে বিষয়েও পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশের মানুষের কাছে ভ্যাকসিন নতুন কিছু নয়। এখানকার মানুষ ভ্যাকসিনে ভয়ও পায় না। দেশের মানুষ ভ্যাকসিন নিতে অভ্যস্ত। তাই আশা করি, পর্যায়ক্রমে সবাইকে দিতে সক্ষম হব।’

তবে কী দেশে ভিআইপিদের ভ্যাকসিন প্রয়োজনও নেই?— এমন প্রশ্নের উত্তর অবশ্য না দিয়েই চলে যান।

এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

অভ্যস্ত জাহিদ মালেক টপ নিউজ ভ্যাকসিন স্বাস্থ্যমন্ত্রী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর