Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬৪৯ কর্মীকে উজবেকিস্তানে ফিরিয়ে নিতে রাষ্ট্রদূতের অনুরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২১ ২২:২১

ঢাকা: তেল-গ্যাস বিষয়ক বৈশ্বিক প্রতিষ্ঠান এরিয়েল-এর মধ্যপ্রাচ্যের চেয়ারম্যানের উপদেষ্টা জিকম আকরামভের কাছে বাংলাদেশের ৬৪৯ জন কর্মীকে ফিরিয়ে নিতে অনুরোধ করেছেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম। পাশাপাশি তিনি ওই প্রতিষ্ঠানে আরও নতুন বাংলাদেশি কর্মীদের নিয়োগ দিতে অনুরোধ করেন।

তেল-গ্যাস বিষয়ক বৈশ্বিক প্রতিষ্ঠান এরিয়েল-এর মধ্যপ্রাচ্যের চেয়ারম্যানের উপদেষ্টা জিকম আকরামভ এবং উজবেকিস্তানের বেসরকারি প্রতিষ্ঠান এন্টার ইঞ্জিনিয়ারের উপপরিচালক জাহাঙ্গীর নজরুল্লাহ যাকোভিস গত ২০ জানুয়ারি তাসখন্দের বাংলাদেশ মিশনে বৈঠক করেন। ওই বৈঠকে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদত জাহাঙ্গীর আলম বাংলাদেশের ৬৪৯ জন কর্মীকে ফিরিয়ে নিতে অনুরোধ করেন।

রাষ্ট্রদত জাহাঙ্গীর আলম বলেন, তেল-গ্যাস বিষয়ক বৈশ্বিক প্রতিষ্ঠান এরিয়েল-এ কর্মরত ৮৮৮ জন কর্মীর মধ্যে ৬৪৮ জন কর্মী করোনার কারণে এখন বাংলাদেশে অবস্থান করছে। এরই মধ্যে উজবেকিস্তান সরকার তাদেরকে তাসখন্দে ফেরার অনুমতি দিয়েছে এবং তাদের স্বাস্থ্যপরীক্ষাও করেছে। তাই বেসরকারি প্রতিষ্ঠান এরিয়েল তাদের এই কর্মীকে কাজে যোগ দেওয়ার অনুমতি দিলে বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে।

উপদেষ্টা জিকম আকরামভ এসময়ে রাষ্ট্রদূতকে বলেন যে তারা শিগগিরই তাদের প্রতিষ্ঠানে কর্মীদের যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। পাশাপাশি নতুন কর্মী নিয়োগও শুরু হবে।

সারাবাংলা/জেআইএল/টিআর

উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত উপদেষ্টা জিকম আকরামভ এরিয়েল জাহাঙ্গীর আলম তেল-গ্যাস বিষয়ক প্রতিষ্ঠান বাংলাদেশের ৬৪৯ জন কর্মী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর