অস্ট্রেলিয়ায় ‘গুগল সার্চ’ বন্ধের হুমকি
২২ জানুয়ারি ২০২১ ১৭:২৬
লাভের ভাগ সংবাদ মাধ্যমকে দিতে হবে – এমন আইন প্রণয়নের ঘোষণা দেওয়ায়, অস্ট্রেলিয়ায় সার্চ ইঞ্জিন সেবা বন্ধের হুমকি দিয়েছে গুগল। খবর বিবিসি।
অস্ট্রেলিয়া সরকারের ঐতিহাসিক ওই আইন বাস্তবায়িত হলে সংবাদ কনটেন্টের জন্য স্থানীয় প্রকাশকদেরও লাভের ভাগ দিতে বাধ্য থাকবে গুগল, ফেসবুকসহ অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো – জানাচ্ছে বিবিসি।
এ ব্যাপারে গুগল বলছে, এ ধরনের আইন করলে অস্ট্রেলিয়ায় তাদের সেবা বাধাগ্রস্ত হবে।
এদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, গুগলের এমন হুমকিতে তার দেশের আইনপ্রণেতারা হুমকিতে পিছু হটবেন না। চলতি বছরেই পার্লামেন্টে আইনটি পাস করার বিষয়ে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এ আইন পাস হলে গুগল ও ফেসবুককে অস্ট্রেলিয়ার সংবাদ প্রকাশকদের সঙ্গে বসে কনটেন্টের মূল্য নির্ধারণ করতে হবে।
শুক্রবার (২২ জানুয়ারি) গুগল অস্ট্রেলিয়ার ব্যবস্থাপনা পরিচালক মেল সিলভা সিনেটের শুনানিতে অংশ নিয়ে বলেছেন, যে খসড়া নিয়ে আলোচনা হচ্ছে, তা যদি আইন হিসেবে অপরিবর্তিত থাকে তাহলে অস্ট্রেলিয়ায় গুগল সার্চ বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।
অন্যদিকে বিবিসি লিখেছে, অস্ট্রেলিয়ার অন্য আইনপ্রণেতারাও গুগলের ওই বক্তব্যকে ‘ব্ল্যাকমেইল’ এবং গণতন্ত্রের ওপর করপোরেট দাদাগিরি হিসেবে বর্ণনা করেছেন।
সারাবাংলা/একেএম