আশুলিয়ায় চালককে খুন করে অটোরিকশা ছিনতাই
লোকাল করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২১ ১১:৩৫ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ১১:৩৮
২৩ জানুয়ারি ২০২১ ১১:৩৫ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ১১:৩৮
আশুলিয়া: সাভারের আশুলিয়ায় শাহিন উদ্দিন নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ জানুয়ারি) সকালে আয়নাল মার্কেট এলাকার একটি নির্জন জায়গা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, রাতের কোনো একসময় ওই অটোরিকশা চালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে লাশ নির্জন জায়গায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত শাহিন উদ্দিন পাবনা জেলার মৃত হারুন ব্যাপারীর ছেলে। তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া থেকে রিকশা চালাতেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে আশুলিয়ার কাইছাবাড়ি এলাকার আঞ্চলিক সড়কের পাশে পরিত্যক্ত মাঠ থেকে একই কায়দায় মোফাজ্জল হোসেন নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ।
সারাবাংলা/এএম