জয়পুরহাট: ক্ষেতলাল উপজেলার শিবপুর ধানশুন্দা এলাকায় স্যালো মেশিন চালিত ভটভটির চাকায় নিজের শরীরে জড়ানো চাদরের পেঁচিয়ে গলায় ফাঁস লেগে নাঈমুল ইসলাম (১৮) নামে চালকের মৃত্যু হয়েছে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্রনাথ মণ্ডল এ খবর নিশ্চিত করেছেন।
নিহত নাঈমুল জেলার কালাই উপজেলার কাদিরপুর গ্রামের মইফুল ইসলামের ছেলে। শনিবার (২৩ জানুয়ারি) সকাল নয়টার দিকে মোলামগাড়িহাট-দুপচাঁচিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিরেন্দ্রনাথ মণ্ডল জানান, নাঈমুল মাছ নেওয়ার ভটভটি চালিয়ে শিবপুর ধানশুন্দায় যান। সেখানে যাত্রাবিরতির পর পুনরায় ভটভটিতে স্টার্ট দেওয়ার সময় অসাবধানতাবশতঃ তার শরীরে জড়ানো চাদর ভটভটির চাকায় পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।