Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামীতে ভারত-বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২১ ১৬:৩৬

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আগামী দিনে বন্ধুপ্রতীম ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’ এসময় করোনা প্রতিরোধে ভারত সরকারের উপহার বিশ লাখ ডোজ ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ বাংলাদেশকে দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।

শনিবার (২৩ জানুয়ারি) এক অভিনন্দন বার্তায় ভারত সরকারের পাশাপাশি বন্ধুপ্রতীম ভারতের জনসাধারণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। বিরোধী দলীয় উপনেতা বলেন, ‘করোনার ছোবলে বিশ্বব্যাপী যখন ভয়ার্ত পরিবেশ তখন ভারত সরকারের এই উপহার প্রমাণ করেছে, ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম এবং অনুপম।’

বিজ্ঞাপন

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘মহামারিকালে ভারত সরকারের এই উপহার বাংলাদেশের জনগণ কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে।’ ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন পেয়ে দেশের মানুষ অত্যন্ত খুশি বলেও জানান বিরোধী দলের এই নেতা।

সারাবাংলা/এএইচএইচ/এমও

করোনা ভ্যাকসিন জাতীয় পার্টি জি এম কাদের বন্ধুপ্রতীম ভারত