Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার জামিনের ভাগ্য নির্ধারণ অাজ


১৯ মার্চ ২০১৮ ০৮:৩৫

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জামিন হবে কি হবে না সে বিষয় অাদেশ অাজ।

সোমবার (১৯ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এর নেতৃত্বে চার বিচারপতির অাপিল বেঞ্চ এ বিষয়ে অাদেশ দেবেন।

অাদেশের জন্য মামলাটি অাপিলের কার্য তালিকার ২ ও ৩ নম্বরে অাছে।

দুদক ও রাষ্ট্রপক্ষের করা লিভ টু অাপিলের শুনানি শেষে অাজ অাদেশের জন্য রাখেন অাদালত।

রোববার (১৮ মার্চ) দুদকের পক্ষে খুরশিদ অালম খান, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে অালম ও খালেদা জিয়ার পক্ষে এ জে মোহাম্মাদ অালী ও খন্দকার মাহবুন হোসেন শুনানি করেন।

পরে খালেদা জিয়ার অাইনজীবী জয়নু অাবেদীন বলেন, অাপিল বিভাগে খালেদা জিয়ার জামিন বহাল থাকবে বলে অাশা প্রকাশ করেন।

অাইনজীবী জয়নুল অাবেদীন বলেন, অামরা মনে করি অাইনগত যে দিকগুলো উপস্থাপন করেছি। দুদক এর বিপক্ষে পাল্টা তেমন কোন যুক্তি উপস্থাপন করতে পারেনি। অামরা অাশা করি এ মামলায় হাইকোর্ট যে জামিন দিয়েছেন অাপিল বিভাগ তা বহাল রাখবেন এবং দুদক ও রাস্ট্রপক্ষের অাবেদন ডিসমিস করবেন।

অন্যদিকে খালেদা জিয়ার জামিন অাপিলে স্থগিত থাকবে এমনটি অাশা করেন দুদকের অাইনজীবী খুরশিদ অালম খান।

সারাবাংলা/এজেডকে/টিএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর