Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যবসায়ীদের পাশে পেলেন আ.লীগের মেয়র প্রার্থী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২১ ২২:৫৪

চট্টগ্রাম ব্যুরো: আনুষ্ঠানিক সভা করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে সমর্থন দিয়েছেন চট্টগ্রামের প্রায় অর্ধশত ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ চট্টগ্রাম’-এর ব্যানারে এ সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। মেয়র প্রার্থী রেজাউল করিমও এসময় ছিলেন।

বিপ্লব বড়ুয়া বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থীকে মেয়র পদে জয়ী করলে সমৃদ্ধ, আধুনিক নগরী হবে চট্টগ্রাম। চট্টগ্রামে শেখ হাসিনা অনেক প্রকল্প বাস্তবায়ন করছেন। এসব প্রকল্পে কানেকটিভিটি বাড়লে, বন্দরের সক্ষমতা বাড়লে ব্যবসায়ীদের স্বপ্ন পূরণ হবে।’

আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ভূঁইফোড় বা হাইব্রিড নন বলে মন্তব্য করেন বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, ‘রেজাউল করিম সৎ রাজনীতিক। ২৭ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।’

সভায় রেজাউল করিম চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম ব্যবসার প্রাণ কেন্দ্র ছিল উপনিবেশিক আমলে। সেই গৌরব আমরা হারিয়েছি। এ চট্টগ্রাম সমৃদ্ধ করলে সমগ্র দেশ সমৃদ্ধ হবে। মহাত্মা গান্ধী বলেছিলেন, চট্টগ্রাম সর্বাগ্রে। জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের প্রতি আন্তরিক। আমরা যদি এক হতে পারি চট্টগ্রামকে পেছনে তাকাতে হবে না। পরিকল্পিতভাবে এ চট্টগ্রামকে গড়ে তুলতে হবে। নির্বাচিত হলে সব শ্রেণি-পেশার মানুষকে সমৃদ্ধির জায়গায় নিয়ে আসতে চাই। সবার পরামর্শ প্রয়োজন আছে। সবার মেধাকে কাজে লাগাতে চাই টেকসই উন্নয়নের জন্য।’

সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক মাহবুবুল আলম, চেম্বারের সাবেক সভাপতি এস এম আবুল কালাম, বর্তমান পরিচালক এস এম আবু তৈয়ব, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম উইম্যান চেম্বারের আবিদা মোস্তফা, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু, দোকান মালিক সমিতির সভাপতি সালামত আলী, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এমআই

আওয়ামী লীগ নির্বাচন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর