মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে শনিবার রাত সাড়ে ১০টা থেকে বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। যানবাহন ও যাত্রী বোঝাই পাঁচটি ফেরি আটকা পড়ে মাঝ নদীতে। পারাপারের অপেক্ষায় উভয়ঘাটে আটকে পড়ে কয়েকশ’ যানবাহন।
প্রচণ্ড শীতে আটকে পড়া যাত্রীরা পড়েন বিড়ম্বনায়। বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল বলেন, শনিবার সন্ধ্যার পর থেকেই কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। রাত সাড়ে ১০টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করা হয়।