এবার ফখরুলও…
২৪ জানুয়ারি ২০২১ ১৪:১৬
ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পর এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভ্যাকসিনের প্রথম ডোজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেওয়ার আহ্বান জানালেন।
রোববার (২৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ‘‘উনসত্তরের ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও বর্তমান বাংলাদেশ’’ শীর্ষ এ আলোচনা সভা আয়োজন করে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন ‘নাগরিক ঐক্য’।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জনমনের সংশয়-সন্দেহ দূর এবং জনগণের মধ্যে আস্থা ফেরাতে অন্যান্য দেশের সরকার প্রধানদের মতো আমাদের প্রধানমন্ত্রীরও উচিত ভ্যাকসিনের প্রথম ডোজ নিজে গ্রহণ করা। এতে করে জনমনে যে সংশয়—সন্দেহ সৃষ্টি হয়েছে, সেটা দূর হয়ে যাবে। সাধারণ মানুষ ভ্যাকসিন গ্রহণের আগ্রহ দেখাবে।’
এর আগে, গত শুক্রবার (২২ জানুয়ারি) ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ভ্যাকসিন বিষয়ে জনগণের আস্থা ফেরাতে আমি প্রস্তাব করছি এই ভ্যাকসিন প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিভিশন ক্যামেরার সামনে নেবেন। তাহলে জনগণের আস্থা বাড়বে। উনি যেহেতু আমাদের নেত্রী, তাই উনাকে দিয়েই ভ্যাকসিনের যাত্রা শুরু হোক।’
একই দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘করোনা ট্রেস-টেস্ট-ট্রিটমেন্ট নিয়ে কেলেঙ্কারির কারণে ভারত থেকে উপহার হিসেবে পাওয়া করোনা ভ্যাকসিন গ্রহণের ব্যাপারে মানুষের মনে সংশয় রয়েছে। অবিশ্বাস দানা বেঁধেছে। সরকার আগে জনগণকে টিকা দিতে চায়। এতে করে গণমানুষের মনে সন্দেহ ঢুকেছে। এই সংশয়-সন্দেহ দূর করার জন্য ভ্যাকসিনের প্রথম ডোজ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নেওয়া উচিত।’
তিনি বলেন, ‘সাধারণ মানুষের আতঙ্ক কাটাতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারাই এগিয়ে এসে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। আমেরিকায় প্রকাশ্যে করোনা ভ্যাকসিনের ডোজ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গোটা বিষয়টি ক্যামেরাবন্দি করে সরাসরি সম্প্রচার করা হয় সংবাদমাধ্যমে। তাকে দেখে ভ্যাকসিন নিতে এগিয়ে এসেছেন তিন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন। প্রকাশ্যে ভ্যাকসিন নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও এবং হাউস অব রিপ্রেজেনটেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি।’
সারাবাংলা/এজেড/এএম