রংপুর: জেলায় এক কিশোরী ধর্ষণের মামলায় ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৪ জানুয়ারি) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জাবিদ হোসেন এ রায় দেন।
রায় ঘোষণার সময় অভিযুক্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত ওই আসামি আইনুল হক (৩৮) রংপুর নগরীর মধ্য বিন্যাটারী এলাকার আমজাদ হোসেনের ছেলে।
জানা যায়, ২০০৯ সালের ১০ মার্চ রাতে রংপুর নগরীর মধ্য বিন্যাটারী এলাকার ১৩ বছরের এক কিশোরীকে প্রতিবেশী আইনাল ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর বাবা কোতোয়ালি থানায় মামলা করে ছিলেন।