সাবেক সচিব এন আই খানের বিদেশ যেতে বাধা কাটল
২৪ জানুয়ারি ২০২১ ১৯:২০
ঢাকা: সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিদেশে পালিয়ে থাকা পি কে হালদারের ‘সহযোগী’ ২৫ জনের নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের আদেশ শুধু সাবেক সচিব এন আই খানের ক্ষেত্রে স্থগিত করেছেন চেম্বার আদালত।
রোববার (২৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান ননী এই আদেশ দেন। আদালতে এন আই খানের পক্ষে শুনানি করেন মেহেদী হাসান চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।
আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে মেহেদী হাসান চৌধুরী বলেন, ‘এন আই খানের বিদেশ যাত্রায় হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তার বিদেশ যেতে কোনো বাধা নেই।’
গত ৪ জানুয়ারি পিকে হালদার কাণ্ডে সাবেক সচিব এন আই খানসহ ২৫ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। এই ২৫ জনকে প্রয়োজনে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসা করতে পারবে বলেও আদেশে বলা হয়।
এর আগে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে এন আই খানের পক্ষে আপিল বিভাগে আবেদন করা হয়।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম