Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহকর্মীকে লাঞ্ছনা, ঢাবি অধ্যাপককে অব্যাহতি


১৯ মার্চ ২০১৮ ০৯:৫৮

।।বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট।।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) তথ্য বিজ্ঞান ও গন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড .মেজবাহ-উল ইসলামকে তার বিভাগ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে ৷ তার বিরুদ্ধে ওই বিভাগের একজন সহকর্মীকে লাঞ্ছনার অভিযোগ উঠার পর এ ব্যবস্থা নেওয়া হল।

অব্যাহতির বিষয়টি প্রক্টর অধ্যাপক ড.মো.এ কে এম গোলাম রব্বানি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী সহযোগী অধ্যাপক আনোয়ারুল্লাহ মারধরের বিচার চেয়ে উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগপত্র জমা দেন ৷

এ ঘটনার বিচার চেয়ে বিভাগের শিক্ষার্থীরা রোববার (১৮ মার্চ) সকালে মানববন্ধন করেন এবং উপাচার্য বরাবর স্মারক লিপি জমা দেন ৷

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানি জানান, অধ্যাপক ড .মেজবাহ-উল ইসলামকে বিভাগের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য কলা অনুষদের ডীন অধ্যাপক ড.আবু মো.দেলোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে ৷

গত ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান কর্তৃক এক শিক্ষককে লাঞ্ছনার অভিযোগ উঠে৷ পরে ভুক্তভোগী ওই শিক্ষক বিচার চেয়ে উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন ৷

সারাবাংলা/টিএম

আরও পড়ুন

ঢাবিতে শিক্ষককে লাঞ্ছনা,শিক্ষার্থীদের ক্লাস বর্জন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর