আত্মহত্যায় এক, দেখাতে গিয়ে আরেক যুবকের মৃত্যু
২৫ জানুয়ারি ২০২১ ১২:২০
রাঙ্গামাটি: কাপ্তাই উপজেলায় মো. শোয়েব আহমেদ (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এদিকে ওই যুবক আত্মহত্যার পর কিভাবে ঝুলে ছিলো, তা দেখাতে গিয়ে গলায় ফাঁস পড়ে মো. নাইমুর রহমান নয়ন (২২) নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) সকালে ও রোববার রাত (২৪ জানুয়ারি) সাড়ে ৯টায় উপজেলার কাপ্তাই ইউনিয়নে অবিস্থত কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শোয়েব কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের গাড়িচালক খয়েজ আহমদ তরুণের ছেলে। তিনি পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে বিনাশ্রমে শারীরিক শিক্ষক হিসেবে কমর্রত ছিলেন। নাইমুর রহমান কাপ্তাইয়ের কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র এলাকার ফরহাদ হোসেন ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শোয়েব। শোয়েবের মৃত্যুর পর বন্ধুদের সঙ্গে শোয়েব কীভাবে আত্মহত্যা করেছিলে সেই ঘটনার আলাপ করছিল নাইমুর। একপর্যায়ে আত্মহত্যার পর শোয়েব কিভাবে ঝুলে ছিলো তা বন্ধুদের দেখাতে গিয়ে গলায় ফাঁস পড়ে যায় নয়নের। পরে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. নাছির উদ্দিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে নিহতদের ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসএ