Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর বাসায় গুলি চালানোর অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২১ ১৩:১১

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর বাসা লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে জানতে তদন্তে নেমেছে পুলিশ।

রোববার (২৪ জানুয়ারি) গভীর রাতে কাউন্সিলর প্রার্থী মো. সালাহউদ্দিনের বাসার সামনে এ ঘটনা ঘটে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগান ও পিস্তলের মোট সাতটি গুলির খোসা উদ্ধার করে।

কাউন্সিলর প্রার্থী মো. সালাহউদ্দিন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া তিনি সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের ভিপিও ছিলেন। চট্টগ্রামের রাজনীতিতে তিনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

সালাহউদ্দিনের সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বিতায় আছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হাসান মুরাদ বিপ্লব। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত বিপ্লব গতবার কাউন্সিলর হয়েছিলেন। এবার দলের সমর্থন না পেয়ে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘রাত দুইটার দিকে দুর্বৃত্তরা বাসার সামনে গুলিবর্ষণ করে। তবে এসময় প্রার্থী সালাহউদ্দিন বাসায় ছিলেন না। আমরা কিছু গুলির খোসা উদ্ধার করেছি। কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা আমরা তদন্ত করে দেখছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।’

সারাবাংলা/আরডি/এমও

কাউন্সিলর প্রার্থী গুলি চসিক নির্বাচন

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর