Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিআরসির বকেয়া ১৩ হাজার ২২ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৯৩৪ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২১ ১৪:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গ্রামীণফোন, রবি, সিটিসেল এবং রাষ্ট্রায়ত্ত টেলিটক লিমিটেড- এই চারটি মোবাইল অপারেটরের কাছে বিটিআরসির (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) বকেয়া ১৩ হাজার ২২ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৯৩৪ টাকা। টাকা আদায় নিয়ে টেলিটক বাদে অপর তিন অপরেটরের সঙ্গে মামলা চলমান আছে। অপরদিকে টেলিটকের টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি।

সোমবার (২৫ জানুয়ারি) সংসদে শহীদুজ্জমান সরকারের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এ তথ্য জানান।

মন্ত্রী জানান, গ্রামীণফোনের অডিট আপত্তির ১২ হাজার ৫৮৯ কোটি ৯৮ লাখ ৭৬ হাজার ১৪৯ টাকার মধ্যে ২ হাজার কোটি টাকা দিয়েছে। তাদের কাছে বকেয়া রয়েছে ১০ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা। রবি ৮৬৭ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা দিয়েছে। বকেয়া আছে ৭২৯ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকা। সিটিসেলের কাছে বকেয়া ১২৮ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা এবং রাষ্ট্রায়ত্ত টেলিটকের কাছে বকেয়া ১ হাজার ৫৮৫ কোটি ১৩ লাখ টাকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এসএসএ

টপ নিউজ বকেয়া বিটিআরসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর