Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ঋণখেলাপি ৩ লাখ ৩৪ হাজার ৯৮২ জন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২১ ১৪:২৮

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমানে (অক্টোবর ২০২০) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণগৃহীতা ৩ লাখ ৩৪ হাজার ৯৮২ জন।

সোমবার (২৫ জানুয়ারি) সরকার দলীয় সংসদ সদস্য অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে এ তথ্য সংসদে জানান মন্ত্রী।

জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীর অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদে বলেন, চলতি ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। ডিসেম্বর ২০২০ পর্যন্ত আদায় হয়েছে ১ লাখ ৮ হাজার ৪৭১ কোটি ৭১ লাখ টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় অর্জন ৩২.৮৭ শতাংশ।

মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাভাইরাসের টিকা কেনার জন্য এ পর্যন্ত ১ হাজার ৪৫৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশ থেকে অবমূল্যায়ন বা অতিমূল্যায়নের মাধ্যমে অর্থ পাচারের কিছু অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা এটি খতিয়ে দেখছে। যেসব ক্ষেত্রে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, সেসব ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

অর্থপাচার বন্ধে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, এসব পদক্ষেপের ফলে বৈদেশিক মুদ্রা বা অর্থপাচার অনেকাংশে কমে যাবে।

সারাবাংলা/এএইচএইচ/এসএসএ

অর্থমন্ত্রী খেলাপি ঋণগৃহীতা সংসদ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর