Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএমএফ থেকে জরুরি ঋণ চাইছে ইরাক

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১ ১৫:৩২

ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ) থেকে জরুরিভিত্তিতে ছয় বিলিয়ন মার্কিন ডলার ঋণ চেয়েছে ইরাক। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলমান রয়েছে। খবর ব্লুমবার্গ।

সোমবার (২৫ জানুয়ারি) এ ব্যাপারে ইরাকের অর্থমন্ত্রী জানিয়েছেন, আইএমএফ থেকে প্রাথমিকভাবে ছয় বিলিয়ন ডলারের একটি ঋণ প্যাকেজ এবং পরবর্তীতে আরও চার বিলিয়ন ডলার ঋণ সুবিধা চাওয়া হয়েছে।

এ ব্যাপারে আইএমএফ’র তরফ থেকে রোববার (২৪ জানুয়ারি) এক ইমেইলের মাধ্যমে ব্লুমবার্গকে জানানো হয়, ইরাকি সরকার দেশটির অর্থনৈতিক সংস্কারকল্পে র‍্যাপিড ফাইনান্সিং ইনস্ট্রুমেন্ট (আরএফআই) এবং দীর্ঘমেয়াদী ঋণ সুবিধার আবেদন করেছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আরএফআই স্কিমের অধীনে জরুরি পরিস্থিতি মোকাবিলার স্বার্থে যে কোনো সদস্য রাষ্ট্রকে পূর্নাঙ্গ ফ্রেমওয়ার্ক ছাড়াও ঋণ সুবিধা দিয়ে থাকে আইএমএফ। সেক্ষেত্রে, দুই পক্ষের মধ্যে ঋণের পরিমাণ এবং পরিশোধের সময়কাল সংক্রান্ত যৌথ বোঝাপড়া দরকার হয়।

সারাবাংলা/একেএম

আইএমএফ ইরাক জরুরি ঋণ