Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন

সারাবাংলা ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১ ১৭:৩১ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ১৮:৫৭

ঢাকা: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা হয়েছে। এবার বিভিন্ন শাখায় পুরস্কার পাচ্ছেন ১০ জন।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেল চারটায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ পুরস্কার ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

এবার বিভিন্ন শাখায় ১০ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০’র জন্য মনোনীত করা হয়েছে। তারা হলেন- কবিতায় মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়ার শামীম, প্রবন্ধ/গবেষণায় বেগম আকতার কামাল, অনুবাদে সুরেশরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দ্যোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার এবং ফোকলোরে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।

পুরস্কার ঘোষণারা পর হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘আগামী মার্চে আমরা অমর একুশে গ্রন্থমেলা আয়োজনের চিন্তা করছি। আশা করছি, ওই মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ১০ জনের হাতে পুরস্কার তুলে দেবেন।’

সারাবাংলা/পিটিএম

১০ জন ঘোষণা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর