জাতীয় সংসদে তামাক আইন সংশোধন ও উচ্চ করারোপের দাবি
স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২১ ০০:০১
২৬ জানুয়ারি ২০২১ ০০:০১
ঢাকা: স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন জানিয়েছে, তামাক নিয়ন্ত্রণের ধারাবাহিকতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) একটি ধারা ৫.৩ এ স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। সেটি করতে হলে বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি।
সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে সোমবার (২৫ জানুয়ারি) বলা হয়, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন বাংলাদেশকে তামাকমুক্ত করার পক্ষে নানান কর্মসূচি পালন করছে। তারই অংশ হিসেবে আজ জাতীয় সংসদে এ বিষয়ক আইন সংশোধনের দাবি তোলা হয় এবং কিছু প্রস্তাব রাখা হয়।
সারাবাংলা/এএম