যুক্তরাজ্যের জাল ভিসাসহ গ্রেফতার ভারতীয় নাগরিক কারাগারে
২৬ জানুয়ারি ২০২১ ০৯:৫৬
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাল ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টার সময় গ্রেফতার শক্তিভেল নামে এক ভারতীয় নাগরিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান এ আদেশ দেন।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।
গত ২৪ জানুয়ারি শক্তিভেলকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
জানা যায়, বেনাপোল দিয়ে গত ২০ জানুয়ারি বাংলাদেশে প্রবেশ করেন। গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তার ভিসা জাল সন্দেহ হওয়ায় যুক্তরাজ্যের দূতাবাসে যোগাযোগ করা হয়। পরে দূতাবাস নিশ্চিত করে তার ভিসা জাল। শক্তিভেলের জন্ম ভারতের তামিলনাড়ুতে, তবে তিনি কলকাতায় বসবাস করতেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।
সারাবাংলা/এআই/এমও