নিজেদের তৈরি ভ্যাকসিন যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে কার্যকর বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বায়োটেক কোম্পানি মডার্না। খবর আলজাজিরা।
সোমবার (২৫ জানুযারি) মডার্না এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এই ভ্যাকসিন দেওয়ার পর শরীরের ভেতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতার তৈরি হয়, তা নতুন ধরনের করোনা শনাক্ত ও রোধ করতে সক্ষম হয়েছে। তবে ইতোমধ্যে যারা ভ্যাকসিন নিয়েছেন, তাদের ক্ষেত্রে এটা কতটা কাজ করবে তা নিশ্চিত হতে আরও গবেষণা করতে হবে।
এই গবেষণার সঙ্গে যুক্ত মডার্নার বিজ্ঞানীরা এমন আটজনের রক্তের নমুনা নিয়েছেন যারা তাদের ভ্যাকসিনের দুইটি ডোজই গ্রহণ করেছেন। তবে সেই ফলাফল এখনো পর্যালোচনা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ভ্যাকসিনটি নতুন ধরনের করোনা শনাক্ত করতে পারে। এই ভ্যাকসিনের কারণে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবহার করে তৈরি হওয়া অ্যান্টিবডি ভাইরাসটিকে কোষে প্রবেশের ক্ষেত্রে বাধা তৈরি করে।
বর্তমানের ভ্যাকসিনগুলো প্রথম দিকের করোনা রোধ করার জন্য তৈরি করা হয়েছে। তবে বিজ্ঞানীদের ধারণা, এটি নতুন ধরনের ভাইরাস রোধেও কাজ করবে। যদিও তারা এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত নন।