Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ কর্মকর্তা ও ৩ প্রতিষ্ঠানকে এনবিআরের ডব্লিউসিও সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২১ ১৫:০১

ঢাকা: করোনাকালীন দেশের আমদানি-রফতানি স্বাভাবিক রাখা এবং অভ্যন্তরীণ সাপ্লাই চেইন নিরবিচ্ছিন্ন রাখতে সহযোগিতা করায় ১৭ কর্মকর্তা এবং তিনটি প্রতিষ্ঠানকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এনবিআর চেয়ারম্যান পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলেন দেন।

সম্মাননা পাওয়া ১০ কর্মকর্তা হলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেট, ঢাকা-২, এবং ভ্যাট অনলাইন প্রকল্প পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান, ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন, শুল্ক গোয়েন্দার অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ নেয়াজুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব এ কে এম নুরুল হুদা আজাদ, জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র সিস্টেম এনালিস্ট এ. কে. এম. জাহিদ হোসেন, ঢাকা উত্তর কমিশনারেটের ডেপুটি কমিশনার এবিলিন সাংমা, সিলেট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা মো সামসাদ হোসেন, ঢাকা কাস্টমস হাউসের সহকারি রাজস্ব কর্মকর্তা মো শফিকুল ইসলাম, আইসিডি কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইয়াকুত জাহিদ ও চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা আতিকুর রহমান।

করোনাকালীন দায়িত্ব পালনের সময় মৃত্যুবরণকারী সম্মাননা পাওয়া সাত কর্মকর্তা হলেন, রাজশাহী কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা প্রয়াত মো ইদ্রিস আলী মণ্ডল, ঢাকা কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা প্রয়াত মো খোরশেদ আলম, রংপুর কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা প্রয়াত রহমত আলী, চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা প্রয়াত জসিম উদ্দিন মজুমদার, ঢাকা দক্ষিণ কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা প্রয়াত আনোয়ার জাবেদ, ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা প্রয়াত মো কবির হোসেন সিকদার ও মোংলা কাস্টমস হাউসের কর্মকর্তা প্রয়াত মো কায়কোবাদ সুকানী।

সম্মাননা পাওয়া তিন প্রতিষ্ঠানটি হলো, চট্টগ্রাম ও ঢাকা কাস্টমস হাউজ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন।

সারাবাংলা/এসজে/এএম

এনবিআর টপ নিউজ ডব্লিউসিও সম্মাননা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর