‘ধনী-দরিদ্র দেশের মধ্যে ভ্যাকসিন বিভাজন বাড়ছে’
২৬ জানুয়ারি ২০২১ ১৬:১১
ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে করোনার (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়ে বিভাজন দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)।
এছাড়াও সমভাবে ভ্যাকসিনের ডোজ বিতরণে ব্যর্থ হলে বিশ্ব অর্থনীতির ৯ ট্রিলিয়ন ডলারের ক্ষতি হবে বলেও উল্লেখ করেছে ডব্লিওএইচও। সোমবার (২৫ জানুয়ারি) এক সংবাদসম্মেলনে সংস্থাটির প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস এসব কথা বলেন।
এ বিষয়ে গেব্রিয়াসিস বলেন, ধনী দেশগুলো ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছে। কিন্তু বিশ্বের স্বল্পোন্নত দেশগুলো দেখছে ও অপেক্ষা করছে। আর যতই দিন যাচ্ছে ততই ভ্যাকসিন পাওয়া ও না পাওয়ার ব্যবধান আরও বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, ভ্যাকসিন জাতীয়তাবাদের মাধ্যমে স্বল্প সময়ের রাজনৈতিক লক্ষ্য অর্জন করা যেতে পারে। কিন্তু প্রতিটি দেশের স্বল্প ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্বার্থে ভ্যাকসিনের সমবন্টনকে স্বাগত জানাতে হবে।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের রিসার্চ ফাউন্ডেশনের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে টেডরস বলেন, ভ্যাকসিন জাতীয়তাবাদের কারণে বিশ্ব অর্থনীতির ৯.২ ট্রিলিয়ন ক্ষতি হবে।
তিনি আরও বলেন, মহামারি মোকাবেলায় ভ্যাকসিন তৈরি, উৎপাদন ও সরবরাহ এবং করোনার চিকিৎসা ও পরীক্ষার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২ হাজার ৬০০ কোটি ডলার প্রয়োজন।
একইসঙ্গে সংক্রমণ রোধে শারিরীক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়াসহ মাস্ক পরার ওপর গুরুত্বারোপ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান।
সারাবাংলা/এনএস