Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীদের অফিসে তালা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২১ ১৭:১৬

ঢাকা: পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠনের অফিসে তালা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে নগর ভবনে স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের অফিসে ডিএসসিসির সচিব আকরামুজ্জামানের উপস্থিতিতে এই তালা লাগানো হয়।

ডিএসসিসি সচিব দফতর সূত্রে জানা যায়, পরিচ্ছন্নতাকর্মীদের কয়েক মাসের বেতন বকেয়া ছিল। সম্প্রতি বকেয়া বেতন আদায় নিয়ে সংস্থাটির হিসাব বিভাগের এক কর্মচারীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার ব্যক্তিগত সহকারী মো. আলী হোসেনকে মারধর করেন। যা আইন-শৃঙ্খলা পরিপন্থী।

বিজ্ঞাপন

এ ঘটনায় গত রবিবার (২৪ জানুয়ারি) চারজন পরিচ্ছন্নতাকর্মীকে বরখাস্ত করেছেন সচিব আকরামুজ্জামান। এ ছাড়াও এই হামলায় ইন্ধন দেওয়ার অভিযোগে ডিএসসিসির স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি এম এ গনি ও সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এরমধ্যে আজ কোনো কারণ ছাড়াই অফিসে তালা লাগিয়েছেন সচিব।

পরিচ্ছন্নতা কর্মীদের অভিযোগ, গত কয়েক মাস ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না। এতে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। কবে নাগাদ বেতন দেওয়া হবে সেই বিষয়ে খোঁজ নেওয়ার জন্যই শ্রমিকরা হিসাব বিভাগে গিয়েছিলেন। কিন্তু কাউকে মারধর করেননি। এর মধ্যে মঙ্গলবার সকালে তাদের অফিসে তালা লাগিয়ে দিয়েছে ডিএসসিসি।

নগর ভবনের চতুর্থ তলায় স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের অফিস। মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, এই অফিসের পৃথক দুটি ফটকে তালা লাগানো। অফিসের সামনে দাঁড়িয়ে আছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

বিজ্ঞাপন

স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বলেন, তাদের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাই কর্তৃপক্ষ তালা লাগিয়ে দিয়েছেন। নতুন কমিটি গঠনের পর তালা খুলে দিবেন বলে তারা জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি সচিব আকরামুজ্জামান।

এদিকে ডিএসসিসিতে মশক নিধন কাজে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরতরা কয়েক মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। গত ৫ জানুয়ারি তারা সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবের দফতরের সামনে অবস্থান ও বিক্ষোভ করেছিলেন।

সারাবাংলা/এসএইচ/এএম

ডিএসসিসি পরিচ্ছনতাকর্মী বেতন বকেয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর