Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজেট বাস্তবায়নের মূল শক্তি এনবিআর: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২১ ১৭:৫০

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমাদের বাজেট বাস্তবায়নের মূল শক্তি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।’

মঙ্গলবার ( ২৬ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘২০০৮-০৯ অর্থবছরে কাস্টমস ডিউটি আদায় হয়েছে ২০ হাজার ৩০৬ কোটি টাকা। আর ২০১৯-২০ অর্থ বছরে কাস্টমস ডিউটি আদায় হয়েছে ৬০ হাজার ৫১২ কোটি টাকা। তাই কাস্টমসকে আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমাদের যে বাজেট আছে সেটি বাস্তবায়ন করতে হবে। বাজেট বাস্তবায়নের মূল শক্তি এনবিআর। এনবিআর থেকে রাজস্ব না পেলে বাজেট বাস্তবায়ন পিছিয়ে যাবে। গত ৫ বছরে রাজস্বে আমাদের প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশের বেশি। তাই এটাকে আরও বাড়ানোর জন্য যেসব জিনিস আমদানি হয় সেগুলো চেকিংয়ের জন্য স্ক্যানার কেনা হবে। আমাদের এখন ১০টি স্ক্যানার আছে আরও ১৩টি কেনা হবে।’

তিনি বলেন, ‘কাস্টমস কর্মকর্তাদের দায়িত্ব অনেক। একদিকে অর্থনীতি যেমন শক্তিশালী হচ্ছে অন্যদিকে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি হচ্ছে। তাই আপনাদের বা আমাদের বিরুদ্ধে কেউ যেন কিছু বলতে না পারে। একটু কষ্ট করলে মানুষকে সেবা দেওয়া যাবে। অপরদিকে যারা খারাপ তারা সবসময় খারাপ। কাস্টমস কর্মকর্তারা পণ্য দেখলেই বুঝতে পারে এটা কার। তাই এই সুযোগ কাউকে দেওয়া যাবে না। এটা বন্ধ করতে হবে। তাই আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি নিজ নিজ দায়িত্ব পালন করি তাহলে জাতির পিতার যে স্বপ্ন সেটা আমরা পূরণ করতে পারব। আমরা গত ১০ বছর জিডিপিতে প্রবৃদ্ধি অর্জনে সারাবিশ্বে সবার আগে ছিলাম।’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিমসহ এনবিআরের বিভিন্ন সদস্যরা।

সারাবাংলা/এসজে/এসএসএ 

অর্থমন্ত্রী এনবিআর বাজেট বাস্তবায়ন


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর