ছুরিকাঘাতে হামিদুলকে হত্যা: ৫ জন রিমান্ডে
২৬ জানুয়ারি ২০২১ ১৮:১০
ঢাকা: রাজধানীর হাইকোর্ট এলাকায় কদম ফোয়ারার সামনে সেগুনবাগিচার ডিস ব্যবসায়ী হামিদুল ইসলামকে (৫৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেফতার ৫ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা পাপন চন্দ্র সাহা ৫ আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, সোহেল ওরফে এরাবিয়ান হোসেন, জাহিদ হোসেন, মো. শুকুর আলী, মো. শাকিল ওরফে হাতকাটা শাকিল ও সোহেল মিয়া।
গত ২৪ জানুয়ারি রাতে ঢাকা বিশ্বিবদ্যালয় এলাকা থেকে হাতকাটা শাকিলকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার দেওয়া তথ্য মতে, বাকিদের কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ২৩ জানুয়ারি রাতে হাইকোর্ট এলাকায় কদম ফোয়ারার সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা টাকা ও মোবাইল নিতে বাধা দেওয়ায় হামিদুলকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহবাগ থানায় নিহতের ছেলে একটি হত্যা মামলা দায়ের করেন।
সারাবাংলা/এআই/এসএসএ