Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় করোনা ভ্যাকসিন আনছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২১ ২৩:০৭

নভেল করোনাভাইরাস প্রতিরোধে তৃতীয় ভ্যাকসিন আনতে যাচ্ছে রাশিয়া। খবর তাস।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) করোনা মোকাবিলায় স্টেট কাউন্সিলের সমন্বয় সভায় দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশোস্টিন এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, সামনের কয়েক মাসের মধ্যেই চুমাকোভ সেন্টার উদ্ভাবিত আরেকটি করোনা ভ্যাকসিন বাজারে আসবে।

এর আগে, স্পুটনিক-৫ এবং এপিভ্যাক করোনা ভ্যাকসিন স্থানীয়ভাবে উদ্ভাবন করেছে রাশিয়া। ইতোমধ্যেই, স্পুটনিক-৫ নিজদেশে ব্যবহার এবং অন্যান্য দেশে রফতানির পরিকল্পনাও করছে দেশটি।

এদিকে, তৃতীয় করোনা ভ্যাকসিনের অনুমোদন সংক্রান্ত নথি রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা পড়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী মিশোস্টিন।

পাশাপাশি, করোনা সংকট মোকাবিলায় জনগণের জন্য ভ্যাকসিন উদ্ভাবন, ট্রায়াল এবং উৎপাদনে ইতোমধ্যেই দেশটি ২৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে বলেও ওই সমন্বয় সভায় জানানো হয়।

তৃতীয় করোনা ভ্যাকসিন বাজারে আনার ব্যাপারে রাশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের স্বাস্থ্য ঝুঁকি শূণ্যের কোটায় নামিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার। তৃতীয় করোনা ভ্যাকসিন অনুমোদন পেলে সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

সারাবাংলা/একেএম

করোনা ভ্যাকসিন টপ নিউজ মিখাইল মিশোস্টিন রাশিয়া রাশিয়ার প্রধানমন্ত্রী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর