Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সান্তাহারে বিএনপির ৪৬ নেতাকর্মীর আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২১ ১৫:৫৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ১৭:১৭

ঢাকা: বগুড়ার সান্তাহারে বিএনপির ৪৬ নেতাকর্মীকে এক মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী এক মাসের মধ্যে তাদেরকে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করতেও বলা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) এ বিষয়ে দায়ের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আনিসুজ্জামান ও আজমল হোসেন খোকন।

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে আজমল হোসেন খোকন বলেন, ‘গত ১৬ জানুয়ারি পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ওই এলাকায় সংঘর্ষের ঘটনায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন ৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রতিপক্ষরা। তাদের বিরুদ্ধে প্রতিপক্ষের কার্যালয় ভাঙচুরের অভিযোগও আনা হয়। আজ ওই মামলায় ৪৬ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদেরকে এক মাসের আগাম জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে তাদেরকে এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।’

সারাবাংলা/কেআইএফ/এমআই

জামিন বগুড়া বিএনপি নেতাকর্মী

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর