পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকার নিচে নেমেছে
২৭ জানুয়ারি ২০২১ ১৭:০৪
ঢাকা: পুঁজিবাজারে আর্থিক লেনদেন হাজার কোটি টাকার নিচে নেমেছে। বুধবার (২৭ জানুয়ারি) দিন শেষে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তে সূচক কিছুটা বাড়লেও কমেছে আর্থিক ও শেয়ার লেনদেন।
এ দিন ডিএসইতে মাত্র ৯৭৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এটি আগের দিনের চেয়ে ১৫০ কোটি টাকা কম।
তবে দিন শেষে উভয় পুঁজিবাজারে বেড়েছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।
এছাড়া বুধবার ডিএসইতে ৩৫৭টি কোম্পানির ২১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ২৯৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১২৫টির এবং ১০১টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিন শেষে আর্থিক লেনদেনের পরিমানা দাড়াঁয় ৯৭৫ কোটি ৫৫ লাখ টাকা। আগের দিন মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১২৫ কোটি ৪৫ লাখ টাকা।
অন্যদিকে এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭১৪ পয়েন্টে উন্নীত হয়। ডিএসই শরিয়া সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৯ পয়েন্টে উঠে আসে।
এদিন অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪২টি কোম্পানির ১ কোটি ৩৪ লাখ ২২ হাজার ২৫৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৫৮৮ পয়েন্টে উঠে আসে। বুধবার সিএসইতে ৪৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সোমবার সিএসইতে ৬৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।
সারাবাংলা/জিএস/এমআই