Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিগগিরই তৃতীয় দফা রোহিঙ্গা স্থানান্তর

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১ ২১:৪৫

চলতি সপ্তাহেই কক্সবাজারের অস্থায়ী ক্যাম্পগুলো থেকে আরও দুই-তিন হাজার রোহিঙ্গা শরণার্থীকে দুর্গম ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

বুধবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ নৌ বাহিনীর কমোডর আব্দুল্লাহ আল মামুন বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বৃহস্পতিবার বা শুক্রবার রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা হতে পারে। প্রথমেই তাদেরকে সড়কপথে চট্টগ্রাম নেওয়া হবে। সেখান থেকে নৌ পথে তাদেরকে ভাসানচরে পাঠানো হবে – জানিয়েছেন ওই নৌ বাহিনী কর্মকর্তা।

বিজ্ঞাপন

এর আগে, দুই দফায় সাড়ে তিন হাজার রোহিঙ্গা শরনার্থীকে ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়। যদিও, স্থানান্তরের ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ জানিয়েছে। এমনকি জাতিসংঘের আবাসিক কার্যালয় থেকেও এই প্রক্রিয়ার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেছিল।

এ ব্যাপারে মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে বলা হয়েছিল, রোহিঙ্গা শরণার্থীদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপ্রবণ দুর্গম ভাসানচরে পাঠনো হচ্ছে।

জবাবে, বাংলাদেশ নৌ বাহিনীর ওই কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, একজন রোহিঙ্গাকেও ইচ্ছার বিরুদ্ধে ভাসানচরে পাঠানো হয়নি। প্রথম দফায় যারা ভাসানচরে গিয়েছেন, তাদের বর্ণনা শুনে এখন রোহিঙ্গাদের মধ্যে ভাসানচরে যাওয়ার হিড়িক পড়ে গেছে।

সারাবাংলা/একেএম

বাংলাদেশ মিয়ানমার রোহিঙ্গা রোহিঙ্গা স্থানান্তর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর