Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের জন্য নির্মাণ হচ্ছে ৯টি ২০ তলা আবাসিক ভবন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২১ ২১:৪৩

ঢাকা: পুলিশ সদস্যদের জন্য রাজধানীতে নির্মাণ করা হচ্ছে ৯টি ২০ তলা আবাসিক ভবন। ৮০ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে এই আবাসিক ভবন নির্মাণের পূর্ত কাজের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়া বৈঠকে মোট এক হাজার ১৪২ কোটি ৬৯ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে সাতটি ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত ক্রয়প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে অনুমোদিত ক্রয়প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল।

বিজ্ঞাপন

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নে খরচ হবে ১ হাজার ১৪২ কোটি ৬৯ লাখ ৯৮ টাকা। মোট অর্থায়নের মধ্যে সরকারের তহবিল (জিওবি) থেকে পাওয়া যাবে ১ হাজার ১১০ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার ৪০১ টাকা এবং বিশ্ব ব্যাংক ও জাইকা থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে ৩১ কোটি ৯২ লাখ ৮৪ হাজার ৬৯৭ টাকা।

বৈঠক শেষে প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরে অতিরিক্ত সচিব ড. সালেহ বলেন, গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় গণপূর্ত অধিদফতর ‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় পুলিশ সদস্যদের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ’ প্রকল্পের কাজ করবে। এই প্রকল্পের আওতায় ডেমরা পুলিশ লাইন্স এলাকায় ৯টি ২০ তলা আবাসিক ভবন নির্মাণের পূর্ত কাজের অনুমোদ দেওয়া হয়েছে। যৌথভাবে কাজটি পেয়েছে দ্য ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও দ্য অরবিটাল বাংলাদেশ। এতে ব্যয় হবে ৮০ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ২৯৭ টাকায় টাকা।

বিজ্ঞাপন

বৈঠকে বিদ্যুৎ বিভাগের আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ) (১ম সংশোধিত)’ প্রকল্পের ২৩ হাজার ৬৫০টি এসপিসি পোলের ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ৩২ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড এসপিসি পোলগুলো সরবরাহ করবে।

বৈঠকে গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের শহর এলাকায় ‘স্বল্প আয়ের মানুষের জন্য উন্নত জীবন ব্যবস্থা (১ম সংশোধিত)’ প্রকল্পের পরামর্শক সেবা যুক্তরাজ্যভিত্তিক আইএমসি’র কাছে থেকে কেনার ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৩ কোটি ৪ লাখ ৩ হাজার ৭২৯ টাকারও অনুমোদন দেওয়া হয়েছে।

সারাবাংলা/জেআর/টিআর

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আবাসিক ভবন ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ক্রয়প্রস্তাব পুলিশ সদস্যদের আবাসিক ভবন পূর্ত কাজের অনুমোদন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর