পুলিশের সোর্স জাকিরের হত্যাকারীসহ গ্রেফতার ২
২৮ জানুয়ারি ২০২১ ১৬:১৫
গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় চাঞ্চল্যকর পুলিশের সোর্স জাকির হোসেন (৬০) হত্যা মামলার প্রধান আসামী মো. বিল্লাল হোসেনসহ (২৭) দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোরে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১ কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. মোর্শেদুল হাসান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মোর্শেদুল হাসান জানান, দু’দিন আগে (২৬ জানুয়ারি) পুলিশের সোর্স জাকিরকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশের পাশাপাশি র্যাবও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এর ধারাবাহিকতায় র্যাব ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই মূল হত্যাকারী ও পরিকল্পনাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অপর গ্রেফতারকৃত আসামী হলেন- জাকিরকে হত্যার মূল পরিকল্পনাকারী ঝর্ণা আক্তার (২১)।
গ্রেফতারকৃতদের বরাত দিয়ে র্যাব কর্মকর্তা জাকির হাসান সারাবাংলাকে বলেন, ঝর্ণা ও তার স্বামী রুবেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। বিষয়টি পুলিশের সোর্স জাকির সংশ্লিষ্ট থানাকে অবহিত করলে মাদক ব্যবসায়ী রুবেলকে মাসখানেক আগে গ্রেফতার করা হয়। রুবেল জেলে চলে গেলে তার অপর সহযোগী ও বন্ধু বিল্লাল হোসেন মিলে ফের মাদক ব্যবসা চালাচ্ছিলেন ঝর্ণা। কিন্তু জাকির এসব কর্মকাণ্ডেও বাধা হয়ে দাঁড়ায়। ফলে ডিবি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী একাধিক অভিযান চালিয়ে তাদের মাদকদ্রব্য জব্দ করে। এতে রুবেলের স্ত্রী ঝর্ণা ক্ষুব্ধ হয়ে বিল্লালের সঙ্গে জাকিরকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী বিল্লাল ছুরিকাঘাতে জাকিরকে হত্যা করেন।
এ ঘটনায় ব্যবহৃত ছুরিও (সুইচ গিয়ার) উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১’র এই কর্মকর্তা।
সারাবাংলা/এনএস