Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনা উদ্ধারের মামলায় ৩ বিমান কর্মকর্তার ১৪ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২১ ১৯:০৭

ফাইল ছবি

ঢাকা: ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬২ কেজি সোনার বার উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিমানের তিন কর্মকর্তাকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাংলাদেশ বিমানের এয়ারক্রাফট মেকানিক আনোয়ারুল হাসান, আবু সালেহ এবং আক্তারুজ্জামান। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাভোগ করতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা আসামিদের উপস্থিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই হতে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে বিভিন্ন স্থানে লুকানো স্বর্ণবার এবং স্বর্ণের চেইন পাওয়া যায়। যার ওজন ৬২ কেজি ৭৭৪ গ্রাম।

ওই ঘটনায় ১৫ মার্চ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী রাজস্ব কর্মকর্তা মতিন তালুকদার বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন। ২০১৭ সালের ২০ ডিসেম্বর মামলাটি তদন্ত করে কাউন্টার টেররিজম ইউনিটের হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড স্মাগলিং টিমের পুলিশ পরিদর্শক সরওয়ার হাসান তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরে বছর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত।

সারাবাংলা/এআই/এমও

১৪ বছর কারাদণ্ড বিমান কর্মকর্তা সোনা উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর