Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুতিন প্রশাসনের সবাই চোর: নাভালনি

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২১ ০০:১৭ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ০০:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার পুতিনবিরোধী কারাবন্দি নেতা অ্যালেক্সি নাভালনিকে এক ভিডিওবার্তায় নিজের আটক অবস্থাকে চরমমাত্রার অবিচার উল্লেখ করে এর নিন্দা জানাতে দেখা গেছে। খবর বিবিসি।

নিজের আটকাদেশের বিরুদ্ধে আপিলের শুনানিতে এক ভিডিও লিংকের মাধ্যমে নাভালনি তার বক্তব্য উপস্থাপন করতে গিয়ে বলেছেন – পুতিন প্রশাসনের সবাই চোর।

এর আগে, সাইবেরিয়ার তমস্কে নার্ভ এজেন্ট ‘নোভিচক’ হামলায় অসুস্থ হয়ে জার্মানি থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর মস্কো বিমানবন্দরে গ্রেফতার হয়েছিলেন নাভালনি। স্থানীয় থানায় নেওয়ার পর সেখানেই আদালত বসিয়ে, তাকে আগের এক মামলায় জামিনের শর্তভঙ্গের দায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। ওই দণ্ডাদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানিতেই নাভালনির ভিডিও বক্তব্য তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

যদিও, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিচারক নাভালনির ওই আবেদন খারিজ করে দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

তার ব্যাপারে পুতিন প্রশাসনের আচরণ প্রসঙ্গে নাভালনি বলেন, বিরোধীদের মুখ বন্ধ করাতেই রাশিয়ায় একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে। কিন্তু, কারও ক্ষমতাই চিরস্থায়ী নয় বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

অন্যদিকে, নাভালনির মুক্তির দাবিতে গড়ে ওঠা বিক্ষোভ জোরাল হতে থাকলে পুলিশ ধরপাকড় শুরু করেছে বলে জানাচ্ছে শীর্ষ সংবাদ মাধ্যমগুলো। নাভালনির সমর্থকদের ওপর আরও চাপ বাড়ানোর অংশ হিসেবে বুধবার (২৭ জানুয়ারি) নাভালনির বাসভবনসহ বেশ কিছু ফ্ল্যাট ও রাজনৈতিক কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

কিন্তু, ক্রেমলিন বরাবরই সব অভিযোগ অস্বীকার করেছে। নাভালনিকে হত্যাচেষ্টার ব্যাপারে পুতিন বলেছেন, রুশ এজেন্টরা যদি তাকে হত্যা করতেই চাইত, ‍তবে অবশ্যই তারা তাদের কাজ শেষ করত।

সারাবাংলা/একেএম

অ্যালেক্সি নাভালনি টপ নিউজ নোভিচক ভ্লাদিমির পুতিন রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর