Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটিই কম

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২১ ১৫:৪৩

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৪৫৪ জন নতুন রোগী। এর আগে গতদিন মৃত্যুর সংখ্যা ছিল ১৫ জন আর শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ৫০৯। সে হিসেবে মৃত্যু ও শনাক্ত উভয়ই কমেছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য দেশে পরীক্ষাগার ছিল ২০৮টি।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ২৮ জানুয়ারি সকাল ৮টা থেকে ২৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ২৭৯টি। পুরনো নমুনা মিলে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭৫টি।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ লাখ ২৭ হাজার ৪১৩টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৪৫৪ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জন।

নভেল করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৪ জন। এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৯৬০টি।

২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত রোগীর সংখ্যা ৮ হাজার ৯৪ জন।

২৪ ঘণ্টার হিসেবে শনাক্ত বিবেচনায় শতকরা হার ৩ দশমিক ৭৬। এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৭৩। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬২। শনাক্ত প্রতি মৃত রোগীর সংখ্যা শতকরা ১ দশমিক ৫১ জন।

৭ জন মৃতের মধ্যে ৬ জন পুরুষ আর একজন নারী।

বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন একজন। ৫১ থেকে ৬০ বছর বয়সী একজন ও ষাটোর্ধ্ব রয়েছেন ৫ জন।

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস


বিজ্ঞাপন
সর্বশেষ

৩ বছরের কাজ শেষ হয়নি ৬ বছরেও
১১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩১

ব্রাজিলকে হারিয়ে প্যারাগুয়ের চমক
১১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩০

সম্পর্কিত খবর