Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচাপায় ৭১ টিভির ভিডিও এডিটর নিহত: হেলপার রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২১ ১৯:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধর নিহতের মামলায় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের হেলপার মামুন হাওলাদারকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩০ জানুয়ারি) মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই বেলাল হোসেন আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। আসামির পক্ষে অ্যাডভোকেট জাহিদ হোসাইন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে শুক্রবার (২৮ জানুয়ারি) মামুন হাওলাদারকে ঝালকাঠি থেকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ২৭ জানুয়ারি বিকেলে অফিস শেষে মোটরসাইকেলে খিলক্ষেত নিকুঞ্জের বাসায় যাচ্ছিলেন গোপাল সূত্রধর। প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনে পৌঁছালে উত্তরাগামী ভিক্টর ক্লাসিকের একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে বারিধারা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই দুলাল সূত্রধর সড়ক পরিবহন আইনে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/একে

গোপাল সূত্রধর প্রগতি সরণী ভিক্টর ক্ল্যাস্টিক