Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উল্লাপাড়ায় ট্রলির নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২১ ১৩:২৯

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: উল্লাপাড়া উপজেলায় ট্রলি ও অটোভ্যানের সংঘর্ষে ট্রলির নিচে চাপা পড়ে আব্দুল খালেক (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। রোববার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সলপ রেলস্টেশনের সলপ-কামারখন্দ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান হাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল খালেক উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের ভেংড়ী গ্রামের মৃত কানু প্রামাণিকের ছেলে।

এসআই হাফিজ বলেন, দুর্ঘটনার সময় ট্রলিতে থাকা এক শ্রমিক ট্রলির নিচে চাপা পড়লে স্থানীয়রা ট্রলিটিকে পুকুরে ফেলে দিয়ে তাকে জীবিত উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে ট্রলির চালক পলাতক রয়েছে। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ এসএসএ

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর