Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুজব বিরোধী আইন প্রয়োগের সময় এসেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২১ ১৪:২৪

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম [ফাইল ছবি]

ভ্যাকসিন নিয়ে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। বিএনপি-জামায়াতের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে সেই আইন প্রয়োগ করার সময় এসেছে। ভ্যাকসিন নিয়ে মিথ্যাচার করে বেড়াচ্ছেন তারা।

রোববার (৩১ জানুয়ারি) সকালে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ দাবি জানান।

তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে এতো কথা বলছেন বিরোধী দল তা বলা ঠিক হবে না। একসময় অপরাজনীতি যারা কায়েম করেছেন; সেই বিএনপি-জামাতের কিছু নেতার বক্তব্য শুনতে পাই। তাদের (বিএনপি-জামায়াত) বিরুদ্ধে গুজব বিরোধী আইন প্রয়োগের সময় এসেছে।

প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীতে মাত্র ২২টি দেশে ভ্যাকসিনের কার্যক্রম শুরু করেছে। তারমধ্যে বাংলাদেশ অন্যতম। পৃথিবীর মাত্র ৩৫টি দেশ ভ্যাকসিন কেনার জন্য চুক্তিবদ্ধ হতে পেরেছে। আমাদের কাছে চিঠি এসেছিল ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশ হাঙ্গেরির। তারা আমাদের কাছে আবেদন করেছে ৫ হাজার ডোজ ভ্যাকসিনের। প্রধানমন্ত্রী সদয় সম্মতি দিয়েছেন। আমাদের স্টক থেকে ৫ হাজার ভ্যাকসিন হাঙ্গরির ভাই-বোনদের বন্ধুদের জন্য পাঠিয়ে দেব।

সারাবাংলা/এএইচএইচ/এএম

গুজব বিরোধী আইন টপ নিউজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর