Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষকদের বিরুদ্ধে সিদ্ধান্ত প্রত্যাহারে খুবিকে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২১ ১৬:২৫

ঢাকা: এক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত এবং দুই শিক্ষককে অপসারণের আদেশ প্রত্যাহার চেয়ে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) ওই তিন শিক্ষকের পক্ষে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি, রেজিস্ট্রারসহ ১০ জনের বরাবরে এ নোটিশ পাঠান।

নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে ওই তিন শিক্ষকের বরখাস্ত ও অপসারণ আদেশ প্রত্যাহার করতে বলা হয়েছে।

পরে জ্যোতির্ময় বড়ুয়া জানান, ওই তিন শিক্ষককে ২৩ তারিখ অনুষ্ঠিত সিন্ডিকেটে বরখাস্ত এবং অপসারণের সিদ্ধান্ত হয়। পরে ২৮ জানুয়ারি এ বিষয়ে চিঠি ইস্যু করেন রেজিস্ট্রার। ওই চিঠি প্রত্যাহার চেয়ে এ নোটিশ পাঠানো হয়।

তিনি আরও জানান, নোটিশে শিক্ষকগণ আইনি বিভিন্ন ব্যত্যয়ের অভিযোগ ছাড়াও সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশে, বিনা কারণে কোনো প্রমাণ ছাড়াই গুরুদণ্ড প্রদানের অভিযোগ তুলেছেন।

বরখাস্ত শিক্ষক হলেন—বাংলা ডিসিপ্লিনের সহকারী শিক্ষক মো. আবুল ফজল। যাদেরকে অপসারণ করা হয়েছে তারা হলেন, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরী ও বাংলা ডিসিপ্লিনের প্রভাষক শাকিলা আলম।

সারাবাংলা/কেআইএফ/এমআই

খুলনা বিশ্ববিদ্যালয় টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর