Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রবাসী কর্মীরা অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন পাবেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২১ ১৬:৫০

ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রবাসী কর্মীদের মধ্যে যারা বিদেশে ফেরত যাবেন তারা অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন পাবেন। রোববার (৩১ জানুয়ারি) দুপুরে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ‘বিপদগ্রস্ত কর্মীদের ও তার পরিবারের সদস্যদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হয়েছে। লকডাউনের সময় যারা এসেছিল তাদের সহযোগিতা করার জন্য আমরা প্রত্যেকে টাকা দিয়েছি। তিন কোটি টাকা আমরা সরবরাহ করেছি। তাছাড়া করোনা মহামারির শুরুর দিকে লকডাউনের সময় প্রায় ৩৫০ জন প্রবাসী শ্রমিক আটকে গিয়েছিলেন, যাদের দেশে ফেরত আসার মতো অবস্থা ছিল না। মন্ত্রণালয়ের অর্থায়নের তাদের বিদেশ থেকে ফেরত আনা হয়েছিল।’

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘বর্তমান বিদেশগামী কর্মীদের করোনা টেস্টের ফি সাড়ে ৩ হাজার থেকে কমিয়ে ৩০০ টাকায় আনা হয়েছে। অনেক নতুন বাজারও আমরা সৃষ্টি করেছি। রোমানিয়া, ক্রোয়েশিয়া উজবেকিস্তান এমনকি চায়নাতেও লোক পাঠানো শুরু করেছি। মধ্যপ্রাচ্যের শ্রমবাজার ধীরগতিতে খোলা হচ্ছে। এরইমধ্যে প্রতিদিন দেড় থেকে দুই হাজার মানুষ যাচ্ছে মধ্যপ্রাচ্যে। মালয়েশিয়ার ব্যাপারে আমরা অনলাইনে চেষ্টা করছি। অনলাইনে আমাদের চুক্তির যেটা আছে ওটা নবায়ন করে সমস্যাটা সমাধান করতে পারি, সেই পদক্ষেপ চালু আছে। আশা করছি খুব শিগগিরই একটা সমাধানে চলে আসব।’

অতীতে নিয়ম ছিলো যারা বিদেশে কোনো বৈধ কর্মী মারা গেলে তার পরিবারকে ৩ লাখ ৩৫ হাজার টাকা দেওয়া হয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘কিন্তু এই মহামারির সময়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের কোনো নাগরিক বিদেশে মারা গেলে, সেটা বৈধ হোক আর অবৈধ হোক আমরা একই হিসাবে তাদের সাহায্য করবো এবং করে আসছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

করোনা ভ্যাকসিন প্রবাসী কর্মী প্রবাসী কল্যাণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর