ফুলবিক্রেতা কিশোরীকে ধর্ষণের পর খুন: আসামি আবুল খায়ের রিমান্ডে
৩১ জানুয়ারি ২০২১ ১৯:১৭
ঢাকা: কিশোরীকে ধর্ষণের পরে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার আবুল খায়েরের (৩০) পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর শাহবাগের শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ওই কিশোরী ফুল বিক্রি করতো।
রোববার (৩১ জানুয়ারি) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ রিমান্ডের আদেশ দেন।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) অমল কৃষ্ণ সাহা আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পর বিচারক এ আদেশ দেন।
তবে এদিন আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলো না।
মামলার এজাহারে বলা হয়, আসামি আবুল খায়ের ভিকটিমের সঙ্গে ‘কথা আছে’ বলে রাত আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে তেলশাহর মাজারের কাছে নিয়ে যান। পরে ভিকটিমকে ধর্ষণ করেন এবং গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন। এসময় কিশোরীর সঙ্গীরা তাকে খুঁজতে খুঁজতে তেলশাহ মাজারের কাছে যায়। সেখানে গলায় ওড়না পেঁচানো ও বিবস্ত্র অবস্থায় তারা কিশোরীকে উদ্ধার করে। এসময় পাশেই আবুল খায়েরকে তারা পোশাক পরতে দেখে।
পরে স্থানীয় লোকজন তাকে মারধর করে পুলিশে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এসময় মেয়েটিকে পুলিশের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় মৃত কিশোরীর মা রুমা বেগম বাদি হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
সারাবাংলা/এআই/এমও