Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইন বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২১ ২২:২০

ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাস মহামারির কারণে এবার ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা অনুষ্ঠিত না হলেও ভিন্ন আঙ্গিকে আয়োজন করা হচ্ছে। এবার বইঅনলাইনবিডি ডট কম (boionlinebd.com) আয়োজিত বইমেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৩১ জানুয়ারি) ১ থেকে ২৮ ফেব্রুয়ারি মাসব্যাপী এ মেলা সচিবালয় থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

বিশ্বব্যাপী করোনা মহামারির প্রেক্ষাপটে অনলাইন বই মেলা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়িত হওয়ার ফলেই আজ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এই বই মেলার আয়োজন সম্ভব হয়েছে। সমগ্র বিশ্ব মহামারিতে থমকে গেলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ থেমে থাকেনি। বিশ্বের মাত্র ২২টি দেশ ধনাত্মক জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে, তাদের মধ্যে আমরা ৩য় স্থান অধিকার করেছি।

বই পড়াকে উৎসাহিত করে তথ্যমন্ত্রী বলেন, দুঃখজনক হলেও সত্য, আজকের শিশু-কিশোর ও তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস আগের মতো নেই। এই বই মেলা সেই অভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে এবং মানুষের মাঝে দেশাত্মবোধ-মমত্ববোধ জাগ্রত করতে এবং নিজেদের বীরত্বগাথাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভূমিকা রাখবে।

সারাবাংলা/জেআর/এনএস

অনলাইন একুশে বইমেলা উদ্বোধন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর