উত্তর প্রদেশে ধর্ষণের ভিডিও বিক্রি, গ্রেফতার ৬
৩১ জানুয়ারি ২০২১ ২২:৪০
ভারতের উত্তর প্রদেশের বদায়ুতে ৩০ বছর বয়সী এক গৃহবধূ ২০২০ সালের অক্টোবর মাসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিলেন।
শনিবার (৩০ জানুয়ারি) দলিত সম্প্রদায়ের ওই গৃহবধূ বুঝতে পারেন গ্রামের মানুষের মোবাইলে ছড়িয়ে পড়েছে সেই ধর্ষণের ভিডিও। তারপর তিনি পুলিশের দ্বারস্থ হন। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গ্রামবাসীর কাছে এক একটি ক্লিপ ৩০০ রুপি দামে বিক্রি করেছে অভিযুক্তরা। খবর টাইমস অব ইন্ডিয়া।
অথচ, ধর্ষণের শিকার হওয়ার পর ছয় ধর্ষকের হুমকির মুখে কাউকে কিছুই জানাতে পারেননি ওই নারী। ধর্ষকদের মধ্যে রয়েছে দুই নাবালক। তাদের বয়স ১৫-১৭ বছরের মধ্যে। ওই নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ছয় ধর্ষককেই গ্রেফতার করেছে পুলিশ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, মীরাটের কাছে একটি মাঠে যখন পাঁচ ধর্ষক ওই গৃহবধূর ওপর নির্যাতন চালাচ্ছিল, তখন সেই দৃশ্য টুকরো টুকরো করে ক্যামেরাবন্দি করেছিল আরও একজন। এরপর সেই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর মুখ বন্ধ করে রেখেছিল।
এ ব্যাপারে স্থানীয় পুলিশ জানিয়েছে, চার অভিযুক্তকে ভিডিওতে দেখা গেলেও অপর একজনকে দেখা যায়নি। তাদের বিরুদ্ধে ভারতের তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সারাবাংলা/একেএম