Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মৌলিক বিজ্ঞানের প্রসার চান নওফেল

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২১ ২২:৪৭ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২১ ০১:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফাইল ছবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মৌলিক বিজ্ঞান প্রসারের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রোববার (৩১ জানুয়ারি) প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে অনুজীব বিজ্ঞান ভিত্তিক প্রথম আন্তর্জাতিক ভার্চুয়াল-সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী এ আহ্বান জানান।

এ সময় মহিবুল হাসান চৌধুরী বলেন, মাইক্রোবায়োলজির মানবকল্যাণ, মানবসভ্যতা ও আধুনিকীকরণের ক্ষেত্রে প্রত্যক্ষ অবদান রয়েছে। চলমান বৈশ্বিক মহামারি মোকাবিলায় বাংলাদেশের অনুজীব বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। করোনা শনাক্তকরণ ও গবেষণার পাশাপাশি সামাজিক সচেতনতা বড়ানোর ক্ষেত্রেও তাদের ভূমিকা অনস্বীকার্য।

বিজ্ঞাপন

‘ফার্স্ট ইন্টারন্যাশনাল ই-কনফারেন্স অন মাইক্রোবায়োলজি: কোভিড-১৯ অ্যান্ড কারেন্ট ইস্যুজ’ শীর্ষক এই সম্মেলনের আহ্বায়ক ছিলেন প্রাইম এশিয়া বিশ্বিবদ্যালেয়র স্কুল অব সাইন্সের ডিন এবং মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শুভময় দত্ত।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিথিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, প্রাইম এশিয়া বিশ্বিবদ্যালয় বোর্ড অব ট্রাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান কে এম খালিদ ও মো রায়হান আজাদ, বিশ্ববিদ্যালেয়র ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ইঞ্জিনিয়ার ড. মো. হুমায়ুন কবীর এবং কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ইফফাত জাহান।

সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও অনুজীব বিজ্ঞানী প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।

এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ভারত, মালেয়িশয়া,পর্তুগাল, ইরান, চিলি ও মিসেডোনিয়াসহ দেশ ও বিদেশের ১৬ জন খ্যাতনামা বিজ্ঞানী বৈশ্বিক সংকট মোকাবিলায় ও মানবকল্যাণে অনুজীবের গুরুত্ব এবং প্রয়োগ সম্পর্কে তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫০ জনের অধিক গবেষক তাদের গবেষণাপত্র পোস্টার আকারে প্রদর্শন ও উপস্থাপন করেন।

সারাবাংলা/টিএস/এনএস

বেসরকারি বিশ্ববিদ্যালয় মহিবুল হাসান চৌধুরী নওফেল মাইক্রোবায়োলজি মৌলিক বিজ্ঞানের প্রসার শিক্ষা উপমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর