Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জিয়াউর রহমান কখনোই মুক্তিযোদ্ধা ছিলেন না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২১ ২৩:১৬

ঢাকা: রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্যরা বলেছেন, জিয়াউর রহমান কখনোই মুক্তিযোদ্ধা ছিলেন না। চট্টগ্রামের নেতাদের চাপের মুখে তিনি ২৭ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। বিএনপি-জামায়াত জোট সরকার মাত্র পাঁচ বছরেই আওয়ামী লীগের ২৪ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। হাওয়া ভবন খুলে ঘুষ-দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। ১৫ ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচন করেছে। সেই দলের নেতাদের মুখে গণতন্ত্র, সন্ত্রাস বা দুর্নীতির কথা মানায় না। এদেশে সন্ত্রাস-হত্যা-দুর্নীতি-জঙ্গিবাদ-বিদেশে অর্থপাচারের জনকই হচ্ছে বিএনপি।

রোববার (৩১ জানুয়ারি) প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সরকারি দলের আবু জাহির, মোহাম্মদ হাছান ইমাম খাঁন, ঝর্ণা সরকার, শামীমা আক্তার খানম, হাবিবা রহমান খান, বেগম মনিরা সুলতানা, জাকিয়া পারভীন খানম, উম্মে ফাতেমা নাজমা বেগম, বাসন্তি চাকমা ও খোদেজা নাসরিন আক্তার হোসেন, ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ ও লুৎফুন নেসা খান এবং বিরোধীদল জাতীয় পার্টির মাসুদ উদ্দিন চৌধুরী ও শরিফুল ইসলাম জিন্নাহ।

আলোচনায় অংশ নিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম জাতির পিতা বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। এখনো আমরা পাকিস্তানের দাসত্বের বেড়াজালে বন্দি থাকতাম। বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। জেলখানার পাশে কবর পর্যন্ত খোঁড়া হয়েছিল। কিন্তু জাতির পিতা কোনোদিন আপস করেননি। বলেছেন, আমাকে হত্যা করা হলে লাশটা শুধু বাংলাদেশের মাটিতে ফেরত দিও।’

তিনি বলেন, ‘করোনায় সারাবিশ্ব স্থবির হয়ে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে আমরা করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছি। তাই বঙ্গবন্ধুর আত্মাকে শান্তি দিতে হলে তার আদর্শ বাস্তবায়ন করতে হবে। মুজিববর্ষে এটাই হোক সবার অঙ্গীকার।’

মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘আমাদের প্রবাসী কর্মীরা বিদেশের মাটিতে কষ্ট করে অর্থ উপার্জন করে দেশের উন্নয়নে শরীক হচ্ছেন, অবদান রাখছেন। করোনার দুঃসময়ে ও লকডাউনে যেসব প্রবাসীরা দেশে ফেরত এসেছে তাদের আমরা অর্থ সাহায্য করেছি। অর্থের কারণে যারা বিদেশে আটকে পড়ে ছিলেন, সরকারি খরচে তাদের দেশে ফেরত আনা হয়েছে। দেশে ফেরত আসা শ্রমিকদের পুনরায় বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে। নতুন নতুন শ্রম বাজারে কর্মী পাঠানো হচ্ছে। যারা এখন বিদেশে যাবেন সেসব প্রবাসী কর্মীদের সর্বাগ্রে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।’

নিজে করোনা ভ্যাকসিন গ্রহণের কথা জানিয়ে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘আমিসহ মন্ত্রিসভার অনেকে ভ্যাকসিন নিয়েছেন। কোনো পাশ্বপ্রতিক্রিয়া নেই। সম্পূর্ণ নিরাপদ এই ভ্যাকসিন। অথচ এটা নিয়ে বিএনপি গুজব ও মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। কিন্তু ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকাকে বাধাগ্রস্ত করা যাবে না।’

করোনাভ্যাকসিন বণ্টন নিয়ে যেন কোনো অব্যবস্থাপনা না হয় সেজন্য সরকারের প্রতি দাবি জানিয়ে জাতীয় পার্টির মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, ‘করোনা সংকটের মধ্যেও সরকারিভাবে এত বিপুল সংখ্যক গৃহহীন মানুষকে ঘর করে দেওয়ার বিশ্বের কোথায় নজির নেই। তবে অর্থনীতিতে বিশৃঙ্খলা এখনও বিদ্যমান। অর্থপাচারকারী, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

দারিদ্র্যতাকে পুঁজি করে সাম্প্রদায়িক অপশক্তি যেন বিস্তার লাভ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক করে দিয়ে ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ বলেন, ‘করোনার মধ্যে সারাবিশ্বেই ২৫ শতাংশ দারিদ্র্যতা বেড়েছে। বাংলাদেশ এর বাইরে না। এই সংকটকালে নব্য ধনিকের সংখ্যা বেড়েছে। মুখ দেখে ঋণ দেওয়া হচ্ছে। অর্থনৈতিক দুর্নীতি ও লুটপাট বন্ধ করা না গেলে সরকারের এত উন্নয়ন বিফলে যাবে।’

সরকারি দলের সদস্য আবু জাহির তার নিজের ওপর বিএনপি-জামায়াত সরকারের আমলে গ্রেনেড হামলার কথা তুলে ধরে বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এই জেনারেল জিয়া। ভাঙা স্যুটকেস আর ছেঁড়া গেঞ্জি দেখিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এই জিয়া পরিবার। বিএনপির দুই শীর্ষ নেতাই দুর্নীতির কারণে সাজাপ্রাপ্ত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুর্নীতিবাজ ও সন্ত্রাসী।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

জিয়াউর রহমান টপ নিউজ ধন্যবাদ প্রস্তাব মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতির ভাষণ সংসদ অধিবেশন


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর