Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীবাজারের ‍গুঁড়িয়ে মার্কেটের জায়গাকে মাঠ বানানোর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২১ ০০:৩৭

ঢাকা: লক্ষ্মীবাজারে গুঁড়িয়ে দেওয়া সেই অবৈধ জায়গাকে খেলার মাঠে পরিণত করতে নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার (৩১ জানুয়ারি) বিকেলে দাফতরিক এক বৈঠকে ডিএসসিসি মেয়র করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী ও প্রধান প্রকৌশলী রেজাউর রহমানকে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

নির্দেশনা প্রসঙ্গে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ঢাকা মহানগরীতে খেলার মাঠের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে জনস্বাস্থ্য বিঘ্নিত হওয়ার পাশাপাশি শিশু-কিশোরদের মানসিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে। মেয়য়ের নির্দেশনার আলোকে আমরা শিগগিরই জায়গাটিতে খেলার মাঠ গড়ে তোলার কার্যক্রম শুরু করব।

এর আগে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (তৎকালীন ঢাকা সিটি করপোরেশন) থেকে ১৯৯৫ সালে কার পার্কিংয়ের নামে লক্ষ্মীবাজার এলাকায় ১০ দশমিক শূন্য আট শতক জায়গা বরাদ্দ নিয়েছিলেন বিল্লু নামের এক ব্যক্তি। ইজারার টাকা দুই কিস্তিতে পরিশোধ করার কথা থাকলেও প্রথম কিস্তি পরিশোধের পর সময়মতো দ্বিতীয় কিস্তি পরিশোধ না করায় করপোরেশন তার ইজারা বাতিল করে। এতে বিল্লু সংক্ষুব্ধ হয়ে দেওয়ানি আদালতে ইজারা বাতিলের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং কার পার্কিং থাকা অবস্থায় তাকে উচ্ছেদের বিপক্ষে আদালত হতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আনতে সক্ষম হন।

পরে কার পার্কিংয়ের জন্য ইজারা নেওয়া জায়গায় বিল্লু গড়ে তোলেন অবৈধ মার্কেট। এই দীর্ঘ সময়ে তিনি করপোরেশনকে কোনো অর্থ পরিশোধ না করলেও বহাল তবিয়তে ভোগ করে আসছিলেন এই অবৈধ সম্পদলব্ধ অর্থ-বিত্ত।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৭৩-৭৪ সুভাষ বোস অ্যাভিনিউয়ের লক্ষ্মীবাজার মেইন রোড সংলগ্ন অবৈধ মার্কেটটি উচ্ছেদ করেন। উচ্ছেদ অভিযানে আনুমানিক ৪০টি কাপড়ের দোকান ও কাঁচা বাজার গুঁড়িয়ে দেওয়া হয়।

সারাবাংলা/এসএইচ/টিআর

খেলার মাঠ গুঁড়িয়ে দেওয়া জায়গা ডিএসসিসি ডিএসসিসি মেয়র মেয়র তাপস লক্ষ্মীবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর