হাসপাতালে শ্বশুরকে দেখতে গিয়ে লিফট দুর্ঘটনায় পুত্রবধূর মৃত্যু
১ ফেব্রুয়ারি ২০২১ ০২:০৯
নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার গ্রামীণ জেনারেল হাসপাতালে লিফট দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। নিহত জহুরা খাতুন (৪৪) হাসপাতালে চিকিৎসাধীন শ্বশুরকে দেখতে গিয়েছিলেন।
রোববার (৩১ জানুয়ারি) জেনারেল নোয়াখালী জেনারেল হাসপাতাল সড়কের পাশে অবস্থিত বেসরকারি ওই হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরার বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। তিনি দুই সন্তানের জননী।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই নারী দুই সন্তানকে নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন শ্বশুরকে দেখতে গিয়েছিলেন। তিনি চার তলায় লিফটের জন্য অপেক্ষা করছিলেন। লিফটটি ৪ তলা অতিক্রম করে ওপরে চলে গেলেও লিফটের দরজাটি খুলে যায়। লিফটটি ওই তলাতেই রয়েছে মনে করে তিনি দরজা দিয়ে ঢুকতেই নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি শাহেদ আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। কারও কোনো গাফিলতি থাকলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে গ্রামীণ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্যাহ বলেন, নিহত নারী একজন গৃহবধূ। তিনি চার তলায় থাকতেই লিফটটি পাঁচ তলায় উঠে গিয়েছিল। এসময় তিনি লিফটের নিচে পড়ে যান এবং সঙ্গে সঙ্গেই মারা যান।
সারাবাংলা/টিআর
চিকিৎসাধীন শ্বশুর পুত্রবধূর মৃত্যু লিফট দুর্ঘটনা হাসপাতালে মৃত্যু