শহরে অটোবাইক চালানোর দাবিতে প্রতিবন্ধীদের মানববন্ধন
১ ফেব্রুয়ারি ২০২১ ০২:৪৩
বগুড়া: ব্যাটারিচালিত অটোরিকশা তথা অটোবাইকের চালকদের শহরে বিনা বাধায় প্রবেশের অনুমতির দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছেন প্রতিবন্ধীরা। তারা বলছেন, শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় তাদের পক্ষে সাধারণ রিকশা চালানো সম্ভব না। ব্যাটারিচালিত অটোরিকশা তাদের জীবিকার মাধ্যম হয়ে উঠেছে। শহরে এই রিকশা চলাচল করতে দেওয়া না হলে আয়-উপার্জনহীন হয়ে পথে বসতে হবে তাদের।
রোববার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শহরের সাত মাথা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বগুড়া শহর ও শহরতলী এলাকায় বসবাসরত প্রতিবন্ধী অটোরিকশাচালকরা অংশ নেন।
মানববন্ধনে প্রতিবন্ধীরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা খুবই দরিদ্র ও অসহায়। আমাদের অন্য কোনো কাজ করে খাওয়ার সক্ষমতা না থাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে কোনোমতে জীবিকা নির্বাহ করে পরিবার-পরিজন নিয়ে বেঁচে আছি। কিন্তু হঠাৎ করে বগুড়া শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। এতে করে শহরের বাইরে অটোবাইক চালিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বর্তমানে আমরা মানবেতর জীবনযাপন করছি।
প্রতিবন্ধী অটোবাইক চালকরা বগুড়া জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়ে বলেন, আমাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে অন্তত প্রতিবন্ধীদের জন্য যেন শহরের অটোরিকশা চালানোর অনুমতি দেওয়া হয়।
আলী হোসেন, ফুল মিয়া, বেলাল হোসেন, জাহের আলী, আশরাফুল, রেজাউল, জাহাঙ্গীর, সালাম ও নবীসহ অন্যরা মানববন্ধনে বক্তব্য দেন। তারা অবিলম্বে শহরে প্রতিবন্ধীদের অটোবাইক চালানোর অনুমতির দাবি জানান।
সারাবাংলা/টিআর
অটোবাইক অটোরিকশা প্রতিবন্ধী প্রতিবন্ধী অটোরিকশাচালক ব্যাটারিচালিক অটোরিকশা মানববন্ধন শহরে অটোবাইক চালানোর দাবি