Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৪১

ঢাকা: রাজধানীতে স্ত্রী ফেরদৌস আরা লিপিকে গলা কেটে হত্যা মামলায় স্বামী এসাদুল হক মামুনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রোকসানা বেগম হ্যাপি এ রায় ঘোষণা করেন।

পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে আরও ২ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি মামুন আদালতে উপস্থিত ছিলেন। এরপর সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, লিপি এবং মামুন ২০০৪ সালের ১৬ নভেম্বর বিয়ে করেন। তারা রাজধানীর শাহ আলী থানাধীন এলাকায় বসবাস করতেন। ২০০৬ সালের ২৩ জানুয়ারি মামুন তার স্ত্রী লিপির ভাই জমিরুল আবেদীন সুমনকে জানায়, কে বা কারা যেন তার বোনকে গলা কেটে হত্যা করেছে। লিপির পরিবারের সন্দেহ হয় যে মাসুদই তাকে হত্যা করেছে। পরে এ ঘটনায় জমিরুল আবেদীন  ওই বছরের ২৪ জানুয়ারি শাহ আলী থানায় মামলাটি দায়ের করেন।

পরে ২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি আকবাল আজাদ আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৩ সালের ২৩ এপ্রিল আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত। মামলার চার্জশিটভুক্ত ২০ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ করার পর আদালত আজ এই রায় দেন।

সারাবাংলা/এআই/এসএসএ

মামলা যাবজ্জীবন কারাদণ্ড স্ত্রী হত্যা

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর